এই মায়াবী তিথি
জুলাই 30, 2009
এই মায়াবী নিঝুম রাতে
রয়েছি তোমার সাথে
ওগো তুমি বিনা যেন
এ নিশি নাহি কাটে।
মনে মনে ভাবি বসে তাই
এ ক্ষণ যেন অনন্তকাল রয়
এ প্রহর যেন কখনো না ফুরায়।
মৌনতার সুর বেজে ওঠে
রাতের আকাশে
নিঃসীম তারার মাঝে
চাঁদ একা জেগে হাসে।
কিছু কথা হয় যে বলা
কিছু থাকে অধরে
এ মধু লগনে সেজেছি আমি পুষ্পহারে
তন্দ্রাহারা রাতে হারাব
দুজনে আজ নিরন্তরে।
Advertisements
জুলাই 31, 2009; 7:30 অপরাহ্ন এ
ভালো হয়েছে ।
ডিসেম্বর 5, 2009; 6:48 অপরাহ্ন এ
shohoj kotha shohoj gaan
pran kore kemon anchan.
Just love your poem.