এক ছিল চাঁদতার অন্তরের আলো দিয়ে সবাইকে সে আলোকিত করতোতার মনের সৌন্দর্য ছিল অপার-অতুলনীয়-অসীমসবাই তাকে খুব ভালবাসতো

আর ছিল অমাবস্যাসে সবসময়ই ভাবত – কিভাবে চাঁদের মত দীপ্তিময় মননের স্নিগ্ধতা ছড়ানো যায়এভাবেই সে একদিন চাঁদের সৌন্দর্যকে ম্লান করে দিতে চাইলোকিন্তু ঐ কলুষিত মন নিয়ে চাঁদের কাছে  কিভাবে যাবে ! তখন সে সূর্যের কাছ থেকে কিছু আলো নিয়ে চাঁদের কাছে গেলো  ফিরে আসার আগে সে চাঁদকে কিছুটা কলন্কিত করে আসলোআর ভাবলো – চাঁদের এবার খুব উচিত শিক্ষা হয়েছে – আর কোনদিন কেউ চাঁদের দিকে ফিরেও তাকাবে না

পরেরদিন আকাশে আবার চাঁদ উঠলো – তার গায়ে কিছু কলন্কের দাগ – কিন্তু সেগুলো তার সৌন্দর্যের কাছে একেবারে ম্লান হয়ে গেলোঅবশেষে অমাবস্যা তার ভুল বুঝতে পারলো

এরপর থেকে চাঁদের আলো আর অমাবস্যাকে আর কোনদিন একসাথে দেখতে পাওয়া যায়নি!